ছোট্ট ছোট্ট ঘর বাড়ি আর
ঝিনাইগাতীর ঘাট,
তারই পাশে বিশাল বড়
সবুজ শ্যামল মাঠ!


সবুজ মাঠে সকাল থেকে
গরু মহিষ চরে,
সন্ধ্যা হলেই রাখাল বালক
ঘুমায় নিজের ঘরে।


সকাল বেলায় কৃষক আবার
ফিরে সবুজ মাঠে,
গাঁয়ের বধু দুপুর বেলায়
যায় সে নদীর ঘাটে।


গাঁয়ের বধু ঘাটে থেকে
ফিরে কলসি কাঁখে,
পথের শিশু খেলার ছলে
গায়ে ধুলো মাখে।


গ্রামে যদি হয় গো বিয়ে
পালকি আসে চলে,
হেলে দূলে যায় বেয়ারা
বিয়ের গীত যে বলে।


বাউল ফকির গলা ছেড়ে
মুর্শিদী গান গায়,
গরুর গাড়ি করে কৃষাণ
নাইড় খেতে যায়।


গরুর গাড়ির চাকা থেকে
আসে মিষ্টি সুর,
রূপের রাণী গুণের রাজা
আমার অচিনপুর।