হায়'রে জীবন চিন্তা প্রবণ
এটা কেমন যুগ,
লজ্জা শরম হয় না গরম
সবাই দেখো চুপ!


দুষ্ট লোকে ঘরে ঢুকে
ফ্রেমে বন্দি করে।
ইচ্ছা মতো জীবন খত
ফেসবুকেতে ছাড়ে।


আবার দোখো নয়তো শিখো
আজব কানার দল,
ফেসবুকে প্রেম হচ্ছে যে শ্যাম
রসাতলে চল।


ধোঁকার উপর দিচ্ছে ফাপর
ফেসবুকেরি রাধা
তুমি আবুল বলছো কবুল
আস্তা বলদ গাদা।


সহজ ধোঁকা হচ্ছে বোকা
করলে বিকাশ টাকা,
বলছো কবে দেখা হবে
মুখটা আজো ঢাকা।