আতাদের পুকুরেতে জল নেই রাশি
সারাদিন ডুবাডুবি করে শুধু কাশি
রোদ্দুরে পোড়ে যায় সকলের পিঠ-
পিঠ পোড়া নিয়ে তবু জলে জলে ভাসি।


পুকুরের ঐ কোণে আছে তাল গাছ
পুকুরের জলে আছি ছেলেপূলে পাঁচ
এক তাল যদি পড়ে হয় কাড়াকাড়ি-
তাল খুঁটা নয় যেনো, হয় কোনো নাচ।


এভাবেই চলে যায় দুপুরের বেলা
পুকুরের জলে হয় নানা রঙে খেলা
এক পাশে নেমে যায় কালুদের মোষ-
মহিষের পিঠে বসে ফড়িঙের চেলা।


ফড়িঙের বসা দেখে ছেলেপূলে চলি
মহিষের পিঠে উঠে কত কথা বলি
তারপরে যখনি'রে মোষে দেয় পাক-
কঁচু পাতা আগুনেতে সেই ভাবে টলি।


চোখমুখ লাল লাল হয়ে যায় কড়া
এক তাল ভাগ করে বাড়ি ফিরি চোরা
ভয়ে ভয়ে ঢুকি যবে ভেজা গায়ে বাড়ি-
লাঠি হাতে দিলো ওগো, মায়ে এক তাড়া।


তারিখ:২১/০৯/২০১৯ইং