দেশটা আমার শূন্য লাগে
বন্ধু আমার অনেক আগে
প্রবাস পথে দিছে পাড়ি
চোখের কোণে নিয়ে বারি।


ছিলো ভালো ছাত্র বটে
আমরা দুজন যেতাম ছুটে
একই পথে একই সাথে
আড্ডা হতো দিনে রাতে।


একদিন শুনি যাবে চলে
আমার কাছে একটু বলে
থাকবো বন্ধু পরান পুড়ে
অচিন পথের অচিন দূরে


দৈন্য যারে ধরে বেড়ে
দেয় কি বলো তাকে ছেড়ে
যেতে হবে প্রবাস ঘরে
বাঁচতে হবে যুদ্ধ করে।


এই বলে যে গেলো চলে
চোখের জলে কথা বলে
হাওয়ার উপর ভেসে ভেসে
বন্ধু এখন মরুর দেশে।


তারিখ:১৬/০৩/২০২০ইং