রোদ উঠেছে প্রখর প্রলয়
বিঁধছে পুরো পিঠে,
মাথায় আছে মিষ্টি কাঁঠাল
খাবার গেলে মিঠে!


রোদের তেজে বৃষ্টি নামবে
মনে করে পথিক,
হাঁটের বেলা হচ্ছে বলে
জলদি হাঁটছে সে দিক।


বলতে বলতেই ঝুমুর পায়ে
নামলো স্বাদের বৃষ্টি,
আম কাঁঠালের কমতি কিছু
বিদায় বুঝি জ্যৈষ্ঠি।


ভিজে ভিজেই হাঁটতে হাঁটতে
হাটের দেখা পেলো,
পথিক বলে মেঘের ছটায়
আষাঢ় বুঝি এলো।


গাজীপুর, ঢাকা
০১/০৭/২০১৯