রহিম চাচার ঘরে ছিলো
ফুট ফুটে এক মেয়ে,
গাঁয়ের সবাই দেখতো তারে
শান্ত চোখে চেয়ে।


যেমন তাহার আচার স্বভাব
তেমন মিষ্টভাষী,
নরম সুরে বলতো কথা
কথার পরে হাসি।


ঐ হাসিতেই পাগল হলো
মাতব্বরের ছেলে,
জোর করে সে বিয়ে করে
বউটা গেলো ফেলে।


রহিম চাচার মেয়েটার যে
হলো না আর পড়া,
এমন করে জীবনটাকে
দিয়ে দিলো ধরা।


এখন তিনি পরের বাড়ি
ব্যস্ত থাকে কাজে,
রহিম চাচার সেই মেয়েটি
নেই তো আগের সাজে।


১৯আষাঢ় ১৪২৭