সবাই ভিড় করেছে
শান্তা-কলির বাড়ি,
কি জানি কি কান্ড হলো
শান্তা পরে শাড়ি।


শুনলাম আমি বিয়ে হচ্ছে
শান্তা শুনে কাঁদে,
এবার আমি থাকবো পাশে
ভন্ড দিবো বেঁধে।


বয়স সবে বারো হলো
লেখা-পড়া করে,
এখন বলো, বিয়ের সময়?
কেমন বিচার ধরে।


সময় আছে বদলে যাবার
একটু সজাগ হ-রে
শান্ত তোরা হসনি এখন!
নিঃস্ব মেয়ে মেরে।


সে তো আজও স্কুলে যেতো
শান্তা কলির সাথে,
বিয়ে নামক বন্দি খাঁচায়
তুলে দিলি রথে।


এবার যদি বিয়ে হয়রে
শান্তা কলির বিয়ে,
কোমড়ে দড়ি দিবো সবার
থানা পুলিশ নিয়ে।


কুফল,সুফল বলছি অনেক
ভঙ্গ সবি করে,
চৌদ্দ শিকে বন্দি হবি
জেলের ঘানি ধরে।


মুক্ত খাঁচায় থাকতে দেরে
নারী সমাজ টাকে,
বিশ্ব ভরে শান্তি খুঁজি
জুঁই চামেলি শাঁখে।


রচনাকাল:০৯সেপ্টেম্বর২০১৮
কালিহাতী, টাঙ্গাইল