সত্য কাজে হচ্ছে সবাই নারাজ,
মিথ্যাকে যে বলছো এটাই সমাজ।
যেই ছুঁড়েছে সত্য বাণীর ঝান্ডা,
ডান্ডা মেরে করছে তাকেই ঠান্ডা!


সত্য কথা প্রচার করাই বারণ,
মরবে তুমি সত্য বলার কারণ!
তবে মিথ্যা কথাই প্রচার যে ভালো,
মিথ্যা সমাজ,ফুঁটে না যে তাই আলো।


অন্ধকারেই থাক না এই সমাজ,
বলো, কবে ছিলো এই সামাজের লাজ?
জন্ম থেকে দেখছি চক্ষুটা মেলে,
এটাই নাকি সুশীল সু-সমাজ বলে।


তারাই অনেক ভালো যারা আছে চুপ,
সমাজ যখন খুন, নেই কোনো ক্ষোভ!
তাইতো আমি চুপটি হবার মানুষ,
উড়ছি আমি আকাশ পানের ফানুস।


চুপটি থাকবো আমি বলবো না আর
তবে দুক্ষ লাগে যে, দেশ হলো কার?
দেশের হয়েই কথা বলতে পারিনা,
কি যে হলো ভাই সেটা তো কেউ জানিনা!


তারিখ:০৮/১০/২০১৯ইং