আজকে তুমি লাল দালানে আকাশ দেখো বসে
পোলাও খাসি হরহামেশা খাচ্ছো রসে কষে।
মাস গেলেই তো বেতনটা নিচ্ছো গুণে গুণে
বাড়ির ছাদে খুব আয়েশে ছন্দ শুনে শুনে।


ওদিক দিয়ে গরিব দুখী না খেয়েই যে মরে
কাজকর্ম সব হারিয়ে ঘরের কোণে পড়ে
চুলার মাঝে শূন্য হাঁড়ি উপুড় করে পড়া
লকডাউনে গরির দুখী বেঁচে থেকেও মরা।


লকডাউনে সকল কিছু অচল হয়ে আছে
বেতন ভাতা সবই দেখি আসে তোমার কাছে।
এই থেকে কি যায় না বুঝা বাঁচার অধিকার
বাঁচবে শুধু বিত্তশালী মোড়ল বাবু আর?


গরিব দুখী হয়ও যদি রিকশা নিয়ে বের
পুলিশ বাবু তাদের দিকে ডাকে ভয়াল ফের।
লাঠির ঘায়ে বাড়ির দিকে ফিরে শূন্য হাতে
গরির দুখী অনাহারেই থাকছে দিনে রাতে।


সমাজটা যে ধনী গরিব দুজন নিয়ে গড়া
ধনী থাকবে খুব আয়েশে দুখী পড়বে মরা?
এই সমাজে অনেক আছে ধনী বিত্তবান
তারা একটু সদয় হলে বাঁচে দুখীর প্রাণ।