কে কোথায়'রে আছিস তোরা?
ভেঙে দিয়ে জোড়ায় জোড়া-
কোথায় তোরা ভাই?
আমাদের সেই লাটিম খেলা,
কানামাছির সন্ধ্যে বেলা
কিচ্ছু তো আর নাই!


আবুদের সে বাড়ির পিছে,
বাঁশ বাগানের ঝোপের নিচে,
হয় না লুকোচুরি!
চৈত্র মাসের দুপুর পরে-
এখন কি আর ঘুড়ি উড়ে?
আকাশে নেই ঘুরি!


আকাশ এখন আগের মতো
মেঘ করেনা তেমন অতো
করে না আর রাগ,
তাই তো এখন বিকেল বেলা
হয় না কাদায় ফুটবল খেলা
হয় না সুখের হাঁক।


বোশেখ মাসের দারুণ ঝড়ে,
এখন সবাই থাকছে ঘরে-
ডাকে না কেউ এসে!
আন্নাদের ঐ বাগান পারে,
আম পড়েছে আমের ঝাড়ে!
একলা থাকি বসে।