১.


উত্তাল ঢেউ, প্রশান্ত সাগর মাতিয়ে রাখে
বাতাসের হু হু সুর, চারিদিকে আছে শুধু-
যতদূর চোখ যায় বেদনার নীল রঙ।
সাগর পাড়ে দাঁড়িয়ে তুমি নিবে প্রশান্তির
এক ফুঁটা দীর্ঘশ্বাস! বুঝলেনা সিন্ধুর নীল।


২.


ঘন কুয়াশায় আছে পৃথিবীর পৃষ্ট ঢাকা
নিষ্ঠুর পৃথিবীর ফাঁদে কেউ আছে রাজবন্দী।
সকলের মুখে চোখে বেঁচে থাকার তাগিদ
যতদূর চোখ যায় ধূসর রঙের ছায়া-
মধ্যবিত্ত নামে প্রানিটাকে করে শুধু গ্রাস।


৩.


এলার্মের টুংটুং শব্দে ভাঙে ভাতঘুম!
রাত্রে কলম পিশার শব্দে বিরক্ত হয়ে-
উঠে দাঁড়ায় লাগাম-হীন দুজন রুমম্যাট।
তেড়ে এসে কেড়ে নেয় বেনামি খাতার রিম-
আমাকে বাকহীন করে পাঠিয়ে দেয় ভাতঘুমে।