গাঁয়ের চাষি উঠছে জেগে
সকাল যবে ভোর,
তরু লতার ঘুম ভাঙেনি
কেউ খুলেনি দোর!


তখন আমি দেখছি তাকে
ভানে ঢেঁকিত ধান,
কৃষক হলো দেশের রাজা
বাঁচায় সবে প্রাণ।


ভোর সকালে ছুটেন তিনি
লাঙল কাঁধে করে,
কৃষাণ রাণী ধেনুর লাগি
ঘাস কেঁটেছে চরে।


দুপুর হলে কৃষক রাজা
নাইবা আসে বাড়ি,
মাঠের তরে পড়েই থাকে
কাজের যত আড়ি।


সন্ধ্যা নামে মাঠের পথে
রাত্রি হলে পর,
তখন চাষি সোনার ছেলে
ফিরে নিজের ঘর।