অচিন গাঁয়ে অচিন মেয়ে অচিন যেথা মুখ,
এই পরানে আঁকলো ছবি এটা কেমন সুখ?
নাম জানিনা মুখ চিনানা চিনিনা তার কিছু,
মনের মাঝে একটি কথা ছুঁটছে কেনো পিছু?


চোখের মাঝে আসছে শুধু তিলক কাঁটা মেয়ে,
কাজল চোখে ড্যাব-ড্যাবিয়ে আমার দিকে চেয়ে।
মাথার কেশে কপাল খানা অর্ধখানি ঢাকা,
মুখটা যেনো কারুকার্যে একটি ছবি আঁকা।


মুখ বাঁকানো একটু হাসি ঠুঁটের ফাঁকে ফাঁকে,
গালের মাঝে টোল পড়েছে তাহার পাকে পাকে।
ওড়না খানা মাথায় থেকে কানকো সহ ঢেকে,
দেখতে যেনো পরীর মতো উড়ছে পাখা বেঁকে।


নাসার দিকে চোখটি গেলে হচ্ছে মনে টিয়ে-
লাল রঙের চাদর খানা গাঁয়ের পরে দিয়ে,
উপর পাটে পড়ছে সেতো মখমেলে সে কটি,
ফাঁকি আমায় দিচ্ছে শুধু আমার আঁখি পটি।


বারং বারে আসছে ভেসে সেই অচেনা মেয়ে,
তাহার ছবি আমার দিকে আছে অধীর চেয়ে।
এটা কেমন মায়ার আমি পড়ছি বলো বাঁধা,
ঐ মেয়েকে এনে দাওনা ওগো আমার দাদা।