..
              ভবের হাটে হাট করিবো
             এটাই হলো নীতি,
             কেউবা হাটের মায়ার পড়ে
             নিজের করে ক্ষতি।


           কেউবা আবার হেলায় হেলায়
           হাটের করে দেরি,
           সন্ধ্যা নামায় জীবন তটের
           নিজেই পড়ে বেড়ি!


           বোকার মতো ঘুরেফিরে
           সদাই করা বাদে,
           হাটের শেষে সবজি কিনে
           নিজেই নিজে কাঁদে!


           সদাই তাহার পঁচা বাসি
           নেই তো কিছুই তাজা,
           থলে তাহার পূর্ণ ভর্তি
           তবুও পাবে সাজা!


            অখাদ্যে যে ব্যাগ ভরেছো
            হাটের সময় শুধু,
            জীবন এখন সমমূল্য
            যেমন পচা কদু।