বাংলার আকাশে ঝলমলে সূর্য!
পূর্ব কোণের হলদে রঙের রং খেলায়-
শুরু যে হয় একটি দিনের দিন হিসাব।
আজকে আকাশ চুপ করেছে এই বেলায়
চুপ করেছে আকাশ আলো সে কার্যকলাপ।


বাংলায় আজকে স্তব্ধ আলোয়-
নিবুনিবু সে, ঘটছে কি ভাই স্তব্ধ আলোয়?
নীরব বাওয়ে সুর পড়েছে কিসের লাগি?
এখন দেখো ছুটছে সবাই রুদ্ধ কালোয়
ময়দাতে যে যাচ্ছে সবাই, সবাই জাগি।


বাংলায় আজকে সূর্য উঠবে!
ভাষণ হবে শাসন ভেঙে বজ্র প্রপাত-
আসছে তুফান লব্ধ কেতন জয় করিতে।
হাত তুলেছে বঙ্গবাসীর লৌহ সে হাত
তৈরি সবাই বঙ্গবন্ধুর ডাক শুনিতে।