একটি আবছা রঙের ছায়ায়-
তোমাকে আমার থেকে মুছে দিছে;
যবনিকায় ডাকা পড়ছে তোমার মুখ।


আর শরতের মেঘ ধোয়া-
রোদে আমার পিঠ পুড়ে বেরিয়ে-
এসেছে তোমার ছবি; অতপর তুমি!


অথচ দ্যাখো তোমার চুলের খোপাটা
দেখতে -অবিকল ঐ সূর্যের মতোই।