একটি মেয়ে
শ্রাবণের সে দৌরাত্ম্য মেঘের মতো-
ঝাপটে বাহু ডোরে পড়লো আমার কাছে!
হয়তো উড়ে যাবে ধরার আগেই দূরে।


আমি দেখেছি
দেখেছি তার টানা নয়নে স্থীর দৃষ্টি
অশ্বী উড়া কপালে টান করা পিরান,
গাল দেহেতে দৃষ্টি গুনা একটি তিল।


আমি দেখেছি
মুখ বাঁকানো এক পসলা হাসির রেণুু
লাল রঙের এক চাদর মোড়ানো মেয়ে।
নামটি তার থাক অজানা, বলতে বাঁধা।


একটি মেয়ে
জানা হয়নি তার দুটানা গল্প কথা,
যাওয়া হয় নি তার কাছে, সময় ফেরি-
হারানোর সে অমর ভয়,সব সময়।


একটি মেয়ে
অতিথি পাখি রূপে আসছে আমার কাছে।