রিকশাচালক মুক্তিকামী,
এই শহরে নয় তো দামি!
ঘুরেফিরে রিকশাচালয়,
ভয় দেখিলে আগে পালায়-
কিন্তু এটা কেমন চালক?


দেহের মাঝে আগে পিছে
গা গতরে লেখা আছে
গণতন্ত্র মুক্তি তো পাক,
স্বৈরাচার যে, সে নিপাত যাক-
বিদ্রোহীতো একটি বালক।


হঠাৎ করে দেহের তরে,
পুলিশ তাঁকে গুলি করে
মিছিল ভরা কড়া ঐ লেন,
গুলি লেগে শহিদ হলো,
রাজপথটা রক্তে কালো
আমাদের বীর, সেই নূর হোসেন।