বাংলা আমার জন্মভূমি বাংলা মায়ের মতো
তার ভাষাতেই কাব্য লিখি গল্প ছড়া যতো।
বাংলা আমার বেড়ে উঠা বাবার কড়া শাসন
তার করালেই গর্জে উঠি সাতই মার্চের ভাষণ।


বাংলা আমার ছোটবেলা দাদুর মুখের ছড়া
তার আদরেই তপ্ত হয়ে নতুন বাংলা গড়া।
বাংলা আমার আকাশচুম্বী দিদার দেওয়া আদর
তার সোহাগে স্পষ্ট হয় যে স্বাধীনতার চাদর।


বাংলা আমার বালক কালে বোনের দেদার যত্ন
তার ছোঁয়াতে বঙ্গ ভ্রাতা হয়ে উঠে রত্ন।
বাংলা আমার যুবক কালে ভাইয়ের প্রতি ভক্তি
তার সাহসে ভাঙে দেয়াল মুক্ত হওয়ার শক্তি।


বাংলা আমার ব্যস্ত জীবন চাচার ছুটাছুটি
তার কাছেই তো ভালো মন্দ শিখছি যে ভুলত্রুটি।
বাংলা আমার খুবই চেনা প্রিয় বন্ধুর মতো
তার কাছেই তো স্বধীনতা- হয় না মাথা নতো।


বাংলা আমার রূপে গুণে সবুজ শ্যামল ছবি
বাংলা দেখে হতে চাই যে আমি স্বভাব কবি।
অবশেষে মনে মনে একটি আশা করি
আমি যেনো দিনের শেষে এই বাংলাতে মরি।


৭শ্রাবণ ১৪২৭;