মানুষের শেষ নেই চাওয়া নিয়ে!
মানুষ যে পারে বেশ কাঁধে তুলে-
নিতে; পারে পৃথিবীর সব ধুলো!
অবশেষে রেঙে যায় ধুলো ঝড়ে।


তবে একেকের চাওয়া এক নয়!
কেউ চায় বহুজন, কেউ একা-
কেউ যে একজনে হয় ঢেড় তুষ্টি!
কেউ শত জনে খুঁজে জন এক।


কেউ খুঁজে মরা দেহে ভালোবাসা
কেউ খুঁজে মরু পথে লোনা জল
কেউ আবার হন্য হয়ে খুঁজে-
ভালোবাসা! অনেকের প্রেম।


তাই তো আমিও চাই, কেনো চাই?
আমি যে মানুষ, আমি চাই সব-
যা কিছু আপন আর নিজ সাথী-
আমি চাই এতটুকু মানুষ হতে।


আমি চাই অনেকে না-
একজনে আমাকে ভালো-বাসুক ভালো!
আমি চাই, যে অনেক বার নায়
আমাকে সে একবারই ভালোবাসুক।