শিমুলের ফুল গুলো আজও ফুঁটেনি-
দ্যাখো কি রকম কুচ ধরে থরে আছে
কি স্তব্ধ যে তারা ফাগুনের অপেক্ষায়!
নিরবের সাথে শীত পোহাচ্ছে গাছে,
ফুটবে তো যদি বসন্ত এসে যায়।


মেহগনি গাছে ঝাঁকড়া পাতার ফাঁকে-
বসে বসে আজ সময় গুনে কোকিল!
সেও আজ স্তব্ধ! নেই কোনো কুহুতান
শীতে কাঁপে ধরা, ধরনীর সব নীল,
কুয়াশার মাঝে করে প্রকৃতির ম্লান।


গাছের পাতারা হয়ে আছে দিশেহীন
কমল ডগাও হয়ে গেছে বয়োবৃদ্ধ
মৃত্যুর সাথে যে পাঞ্জা লড়ছে বৃক্ষরচ
শুধু বসন্তের অপেক্ষায় তারা ক্ষব্ধ।