ঈশান কোণে মেঘ করছে আসবে বুঝি ঝড়,
বাবা আমার নৌকা নিয়ে ছাড়লো কেনো ঘর?
এই সময়ে উঠে যে হায় পাগলা বীচি বাও,
এক ঢেউতে তলিয়ে দিবে সে যে বাবার নাও।


ঝড়ের মাঝে কেমন করে ঝিনাই দিবে পাড়ি,
কেমন করে ফিরবে মাগো বাবা আপন বাড়ি?
ঐ নদীতে কানু চাচায় বছর খানি আগে,
নৌকা নিয়ে ডুবলো যে মা নদীর মাঝ ভাগে।


সেদিনও তো ঈশান কোণে মেঘে রাঙ্গা ছিলো,
আজকে কেনো বাবা নায়ের পালটা তুলে দিলো?
আকাশ দেখো কেমন করে ঢাকছে তার মুখ,
নৌকা যদি যায় গো ডুবে আসবে জানি দুখ!


কানু চাচাও মেঘের পরে ছিলো নদীর বুকে,
ঝড়ো হাওয়া পাল ছিঁড়েছে জীবন দিছে চুকে।
আমি গেলাম দেখতে মাগো বাবা কোথায় আছে,
ডাকবো আমি শুনতে পারে থাকলে তিনি কাছে।


এই নদী যে ঝড়ের মাঝে কতো মানুষ খায়,
কত মানুষ সব হারিয়ে নিঃস্ব হয়ে যায়।
এখন হলো ভরা আষাঢ় ভরা নদীর তীরে
ঈশান কোণে মেঘ করেছে আসুক বাবা ফিরে।


১৬আষাঢ় ১৪২৭