আমার চোখে যে অপূর্ণতার ছাপ
হাহাকারের কাছে কাব্যসুধা খুঁজি-
আমার ঘুম ভাঙে এলার্মের শব্দে।



আমাকে যে হাঁটতে হয় অনেক পথ
পাতলা চাদর গায়ে, নিচে পিচডালা- পায়ে সেন্ডেল,
চোখে অস্পষ্টতায় মুখ ডেকে হাঁটি।



শহরের ইট পাথর আমাকে যে বাক্য দেয়নি,
ঘন কুয়াশা আর সূর্য আমাকে নিয়ে খেলায় মেতেছে বৈ-
সেতো আর কিচ্ছুটি নয়।



সবুজ ঘাসের উপর বসে থাকা-
তরুণীকে প্রথম দেখাতেই ভালোবাসা যায়।
আকাশের ঘন কুয়াশা
মনের কাব্যের দুরাশা
সব কিছু নতুন নতুন খেলায় মেতে উঠে।



লেখা যায় হাজারো অজানা কবিতা
কখনো যে সেই তরুণীর কথা ভেবে প্রেমিক-
হওয়া যায়।
ইট পাথরের কাব্য ছাড়ান দিয়ে-
কাউকে গোপনে খুব ভালোবাসা যায়।