আমাদের সমাজটা ভরে গেছে কুকুরে,
সারাদিন ঘেউঘেউ রাত দিন দুপুরে!
শুধু কি কুকুরে না না আরো আছে নেকড়ে,
মানুষের কাঁচা গোশ-খায় ওরা দেখরে।


তারপরে আরশোলা টিকটিকি আছে তো-
চিল আছে কাক আছে দেখে দেখে মারে ছোঁ!
গরু আছে ভেড়া আছে তারা বড় আমলা,
গাঁধা আছে মাল নিতে ওতো বেটা কামলা!


তেলাপোকা উড়ে চলে ফড়িঙের ছাতাতে,
পিপীলিকা ঠেং মারে পৃথিবীটা কাঁপাতে!
কি যে বলি মশা মিয়া এসে সাজে গুন্ডা,
রামছাগি বেয়ে চলে ইয়ামাহা হুন্ডা।


২রা বৈশাখ ১৪২৭