কিছু লোক কিছু দুখ------কিছু মনভোলা হাসি
কিছু ফুল কিছু ভুল-----সেযে ফুঁটে রাশি রাশি!
কখনো শ্রাবণ বেলা, কখনো যে কালবেলা,
বর্ষা মানেই নয় বিরহের হাতছানি-
কিছু লোক-----এসে বুক, চিত্তে করে যে খেলা!
এর মাঝে দুখ,এর মাঝে সুখ-----চিরকাল
কিছু প্রেম আনমনে-------কিছু গোপনে বহাল!


দেখেছি তোমাকে ঐ বাদলের ঝরো দিনে
বেঁধে ছিলে থোকা,দেখি সদা-----ভয়ে বাজে বীণে!
কিছু কথা ছিলো বলে! রঙিন শুতো বুনেছি,
সকল চাওয়া হবে না পূর্ণ জানি আমি-
তবু মনে চায় কুড়ে-পোড়ে খায় যে বুঝেছি।
যুথিকার থোকা ফেটে ফুঁটে-----শ্রবণের ঢলে,
হাজার ফুলের মাঝে এক ফুল মাথা তুলে!


প্রেমে বুঝি পড়ে গেছে ইবু তোমার এ দুলে!
মুখে শুধু এক ফুল রটে,যুখী জুঁই বলে।