একদিন কেউ আমায় খুব ভালোবাসবে।
প্রতিটি কবিতার লাইনে তার নাম দেখে-
সে মুগ্ধ হবে-প্রেমেও পড়বে মনে রেখো।
আমার লেখা প্রতিটা পাতায় পাতায়-
তার হাসির শব্দ গাঁথা দেখে সে হাসি ভুলে যাবে।
মনে রেখো কেউ একজন আমায় ভালোবাসবে।


কেউ একজন আমার কবিতা পড়ে না।
মনে রেখো সে একদিন আমার কবিতা পাঠ-
করে শব্দ নিয়ে হাসবে কবিতা-মিলাতে।
কিন্তু পারবে না তার চোখে যে মরা জল।
আমার প্রতি তার অভিমান হবে ক্ষণকালের।
হয়তো বলবে বোকাটা আমায় এতো ভালোবাসতো?


মনে রেখো কেউ একজন আমায় ভালোবাসবে।


১০শ্রবাণ ১৪২৭;