আমার একটি নিমেষহারা পৌলমী আছে
দুচোখ তার এলোপাথাড়ি তাধিন নাচে
নিমেষহারা পৌলমী তার দুইটিই চোখে
হাসির রেণু বর্ষা যে তার থাকেই মুখে।


কন্ঠ যে তার তীক্ষ্ণ কানাই বাঁশের বাঁশি
মুখের তরে কমই কথা শুধুই হাসি
তাই তো বলি মুখটা বুঝি হাসির লাগি
চোখটা বুঝি বলবে কথা রাখছে জাগি।


আমার একটা নিমেষহারা পৌলমী আছে
সে কয় না কথা তবু আমার আছেই কাছে
আমার একটি মনের ঘরে প্রেমিক আছে!


১৫চৈত্র ১৪২৬