পৃথিবীটা শান্ত হবে আবার,
মুখে মুখে ফুটবে হাসি সবার!
গাছে গাছে ডাকবে পাখির দল
নয়া দিনে হবে যে কোলাহল!


পৃথিবীটা উঠবে নতুন করে,
লাশ গুলো থাকবে না আর পরে!
আবার যে হাঁটবো নদীর ধারে,
যাবো ছুঁটে বংশী খালের পারে।


তখন সবাই মুক্তি পাবো যে,
তখন বলবো তো, বন্দি করে কে?
করোনা ভাইরাস,করছি তো জয়,
এখন যে নেই তো কোনো ভয়।


সবে মিলে থাকবো আগের মতো,
ভুলে যাবো লাগছে যতই ক্ষত!
পীড়ন আসুক যতই ততো-
পৃথিবীটা হবে আগের মতো।


২৯চৈত্র ১৪২৬