সবই হারিয়ে গেছে!
আজ আমার সবই হারিয়ে গেছে!
হারিয়ে গেছে মাত্রা ছন্দ তাল লয়
হারিয়ে গেছে কবিতার পাণ্ডুলিপি।
হারিয়ে গেছে আমার সেই কবিতার বই-
শুধু তোমারই কারণে,
আজ আমার সবই হারিয়ে গেছে!


তোমার কারণে আমি ঘুম হারিয়েছি
হারিয়েছি জীবনের সাধারন মানে!
হারিয়েছি শত চাওয়া পাওয়ার ভিড়ে
আমার নিজের ছবিটাকে- হারিয়েছি!
শুধু তোমারই কারণে,
আজ আমার সবই হারিয়ে গেছে!


আমার সেই সামাজের চেতনাবাদী লেখা
মানুষের দুঃখ দুর্দশা সবই হারিয়েছি।
হারিয়েছি আমার সেই অনবদ্য প্রেমিকের ছবি
হারিয়েছে আমার শত অজানা কথার ঢল।
আজ আমি শুধুই রক্ত মাংসের মানুষ-
এই সবই হয়েছে এক মাত্র তোমার ঐ চাহোনি'তে
শুধু তোমারই কারণে,
আজ আমার সবই হারিয়ে গেছে।


আমার কলমের কালিও শুকিয়ে গেছে-
শুকিয়ে যায় কণ্ঠনালি তোমার সামনাসামনি গেলে!
মুখের সব কথা স্তব্ধ হয়েছে তো সেই কবেই!
তবে মনের কথায় পূর্ণ আমার এই হৃদয়
তবে আমি আমার স্ফূর্ত কথা হারিয়েছি
শুধু তোমারই কারণে,
আজ আমার সবই হারিয়ে গেছে।