একটি উড়োচিঠি এলো,
কতটা পথ পেরিয়ে নদী খাল হ্রদ ডিঙে-
মাঠ ঘেঁটে আবশেষে আমার কাছে পৌছিলো।
দেখো মুঠোফোন কেঁপে উঠলো, একটি উড়োচিঠি!


ইংরেজী অক্ষরে লেখা বাংলার সংমিশ্রণের-
আভাসে, -এই যে কবি আপনি কেমন আছেন?
সমস্ত দিনের দর নেওয়া হতো ক্ষণিকেই।
-শুনেন, আজ আমার মনটা ভীষণ খারাপ।


দিনের শুরু থেকে যে রাতের মধ্য দুপুরে-
একের পরে একেক কথার পাণ্ডুলিপিতে
কতোই না আমাবস্যা আর পূর্ণিমা ভেসেছে।
হঠাৎ আসার শুধু মাত্র একটি উড়োচিঠি।


৩১আষাঢ় ১৪২৭;