আমার অরণ্যে শুধু তোমার পদচারণায় মুখরিত
নির্বাক দৃষ্টিতেও সৃষ্টি যেখানে অসংখ্য কথামালা
কর্মব্যস্ত সারাটি দিনের অবসর বেলায়
আমার ছোট ছোট পায়ের শব্দে তোমার
পুলকিত শিহরিত হৃদয়ে সামনে এসে দাড়ানো
দেখি ক্লান্ত তুমি আর ক্লান্তি হীন আমি
চিৎকার করে বলতে হয় না ভালোবাসি


যে আঁধারে স্বপ্নেও জাগে ভীতি
সে আঁধারে তোমার পদচারণায়  অনন্ত সাহসে
এক ভরসায় ঘুমিয়ে থাকি আমি।
তোমার স্পর্শে হাতখানি তখোনো ছুয়ে থাকে কপালে
হয়তো তোমার নির্ঘুমে আমাকে দিয়েছো স্বস্তি
চিৎকার করে বলতে হয় না ভালোবাসি


অসময়ের তান্ডবে যখন দিশেহারা মনের সব অনুভুতিগুলো
অনিবার্য্ ধ্বংসের মুখে যদিও দাড়ায় সমস্ত অস্তিত্ব
সমস্ত নিরাশার মাঝে কেবল তোমার আশা হয়ে ওঠা
ছোট্ট একটি কথা “ আমি তো আছি”
চিৎকার করে বলতে হয় না ভালোবাসি