আমার হৃদয় পরে , খোদাই করে
লিখেছি তারে , আবির ঢেলে
আমি নামটি একেছিঁ তোমার ।
আখিঁ পটে তব সুশ্রী
স্বপনে দেখিনু আমি সেই ক্লান্ত বিভরে ,
দূর হতে বহুদূরে
আর দূর পথ, আর দূ্রে;
শুনি তারে বাজে মনে
অকারনে ।
শুধু পায়নি দেখিতে ।
তুমি নিলীমার নীল ছূয়ে
গোধুলীর রক্তিমে,
হৃদয় মন্দিরে।
স্মৃতিতে ঘেরা তুমি
কল্পনার বেড়া জালে।
আমি পুঁষে রেখেছি।
হৃদয় দ্বারে পূজীঁবারে
একটি বার পেতে ওই মুখচ্ছবি ;
তব এক পশলা বৃষ্টি
এ ব্যাথাতুর মনদ্বারে,
মুছে দিয়ে মেঘমালা
অচেনার পথে আবার ।
আমি বারবার পায়নি তাকে,
তবু সন্ধার দ্বীপে আবছায়া
খুজেঁ ফিরি অকারনে ।
আমি গাঙের জলে প্রতিচ্ছবি আঁকিনু
আর লিখিনু একটি পাতা , পেতে তোমাকে,
জন্ম হতে জন্মান্তরে
শত জন্ম পরে ।
অকারনে ।
০৩/০৭/২০১২