আমি হাজার বার জন্ম নিয়েছি
আর অনেকটা দূরপথ হেঁটেছি
শুধু তোমার জন্য।
আমি বহুবার ঘুরে ফিরেছি
সত্যিই আমি দূর হতে দেখেছি
তুমি খেয়াল করনি।
আমার তৃষ্ণিত চোখে,
শুধু তোমাকেই খুজেঁ ফিরেছি
আর মধ্যরাতে হেঁটে গিয়েছি তোমার রাস্তায়।
আফসার উদ্দীন রোড, ধানমন্ডি-১৫।
আমি দেখেছি তোমায়
নগ্ন হাওয়ায়, বিদিশার নেশায়, আমার কল্পনায়।
আর নির্ঘুম রাতে,
কলঙ্কের আলোমাখা চাঁদে,
বেদনার নীলাকাশে তোমার প্রতিচ্ছবি।
আমি ভালোবেসেছি।
তবু প্রেমাডোরে বাঁধিনি
দেবী করেও পূঁজা দেয়নি তোমায়,
সাধ্য যে নেই আমার;
আমি শুধু লিখেছি তোমারই নাম।
অভয়া শকুন্তলা।
১৬/০৫/২০১২