তোর চিরচেনা এই নীড়ে
বারবার মাগো আসবো ফিরে
এই বাংলায়।
তবহেতু মোর দেহাশ্রিত,
সকলি অপারক করতে পতিত
মাগো তব পরিজাত।
নবরুপে আসবো যে ফিরে
হয়ে চাওয়ার নবপ্রাত।
আমি আবার আসবো ফিরে
ঐ বায়ান্নর ত্রিশ মিনিটে; হাইকোর্টেরই ধারে,
দেখবি তখন দেখবি মা তুই
তোর তনয় কত লাল হতে পারে।
তোর চাওয়া কোন নতুন ভোরে
আসবো ফিরে নতুন করে।
(মনভাঙার ঐ একাত্তরে; যেমন রুপে
ভয় করিস না মা ২৫’র ক্ষণদায়,)
তোর ছেলে সব জাগ্রত প্রায়
ঢালবে আবির হবে লাল
রক্তের সিন্ধুই উড়িয়ে পাল
আসবে আবার তেড়ে।
ঠুকবে মাথা তোর পায়ে
হায়না রুপি যত বুনোদল।
রাখিস মাগো তুই মনবল
আসবো আবার ফিরে
তোর রুপেরই নীড়ে।
৩০/০৪/২০১১