বিদায় নিয়েছে সাঝঁ,
বিদায় নিয়েছে রাত
আসবে একটি নবপ্রাত
সেও থাকবে না ।
মধ্যাহ্নের ডাকে সেও যাবে ।
বিকালের পর গোধূলী হবে
সাঝেঁর ডাকে সেও যাবে ।
শুধু সময়ের প্রয়োজনে।


অকৃতজ্ঞ যে ছেলেটি, শোনে না কোন কথা
বাবা মায়ের বুকে বিধেঁ ব্যাথা,
বখাটের মত ঘুরে ফিরে
আমি তো দেখেছি সেই ছেলেকে
সংসারের হাল ধরে;
কয়েক বিয়োগ পরে ।
শুধু সময়ের প্রয়োজনে।


আমি দেখেছি তাকে বিনম্র আখিঁ তুলি
কোকিল কণ্ঠী সে, কালের সেরা সুন্দরী
ভ্রূ কুচকে বূড়ি হতে
সেই ষোড়শীর  
শুধু সময়ের প্রয়োজনে।


যে ভাইটি আমার,
ছিল খুব লাজুক আর ভীতু
যেতনা কোন ফিৎনা ফ্যাছাদে
ব্যানর হাতে সেও ছিল ’৫২র ঐ একুশে
শুধু সময়ের প্রয়োজনে।


আমার সেই ছোট্ট বোনটি
যার হাতের মেহেদি রঙ মুছেনি
কিন্তু হারিয়েছে সিদূঁর
পরনে সাদা শাড়ি
নতুন আশায় বুক বেঁধেছিল
বলেছিল আমরাও পারি
ঐ ‘৭১র নয় মাসে
শুধু সময়ের প্রয়োজনে।


আমার চিন্তায় নিদ্রা বিরতি যার
বুক ভাসে নয়ন জলে,
থাকতে পারে না মা আমার
কেঁদে মরে আঁখি জলে
একটুও বিচলিত হয়নি সে মা
স্বাধীনতা পাব বলে ,
২৫শের কালো রাতে
সেথা আমার বিদায় কালে
শুধু সময়ের প্রয়োজনে।


সকাল বেলা এসেছিনু এ পারে
সব দেনা পাওনা মিটিয়ে যেতে হবে  ঐ পারে ,
বেলা শেষের কালে
শুধু সময়ের প্রয়োজনে।

                           ( ১৩/০৫/২০১১)