তুমি নীলিমার নীল ছুয়ে
গোধূলির রক্তিমে, হৃদয় মন্দিরে।
ভালোবাসি আমি, মনে রেখ।
সুধাংশুর প্রেমাডোরে, আবার নতুন করে
হাতটি ধরো মোর; বিদিশার নেশায় যেমন করে।
তব ঐ কুন্তলার লহরী ...
ভুলে যায়নি সেই প্রথম প্রহরী
যেদিন কাজল-শ্যামল লোচনে মাখি
পাথার তটে দিয়েছিলে আঁকি, অবনীর সুশ্রী।
ভুলিনি আমি; মনে রেখ।
আর তাই, তোমার রঙচটা জানালায়
বারবার বৃষ্টির ফোঁটা হয়ে আঁচড়ে পড়ি।
(মৃত্যুর রঙ গাঢ় থেকে হয় গাঢ়তর)
তৎকাল হৃদয় পরে আজ চোখবুজি আকি,
দিন শেষে; আজ আমি একাকী।
তোমায় শুধিতে হবে না ঋণ। (মনে রেখ।)
০৭/০৫/২০১১