যদি অতিদূর থেকে স্মৃতি যায় ডেকে
তার চিরচেনা কোন বাঁকে,
ফিরিস না তুই।
যদি নেত্রের বারি ঝরে,
বাঁধিতে  যাসনে তারে
তুই পারবি না।
সকল স্মৃতির জালে
যদিও বা ভূল করে
শুধিতে না পারি,
ভুলিতে না পারি তোরে,
ছাড়তে না পারি আমি,
ঐ তোর প্রেম তরী
ক্ষমা করিস মোরে।
যেন অশ্রুসিক্ত না হয়
শত ব্যাথাতুর শত ভয়
অতিক্রম করে।
নির্বাক ক্ষন নিস্তব্ধ আমি।
১৪/০৬/২০১১