শঙ্খবাঁজা সন্ধ্যেতে,
কপালে তোর রক্ত পসরা টিপ
রংধনু দুই ঠোঁটে খয়েরী প্রলেপ
জলজল ময়ূরাক্ষীর উপরে,
কাজল  কালো তোর ভ্রূযুগল
নীলাম্বরী তুই হৃদয়ের মম পূজারিণী।
তারপর শ্রাবণের কৃষ্ণ লীলা আঁধার
অধরে অধর ছুঁয়ে হারিয়ে গিয়েছি দু'জন
শিশিরের শব্দের মত নিঃশব্দে।
এই প্রহর শেষে,
অপয়া ঈশ্বর যদি তোকে বাজারের রঙে রাঙায়
তোর সিঁথিপাটীতে আমার রক্ত মুছে;
তবে আমার শরীর থেকে মুছে দিস
তোর রেখে যাওয়া ভারী নিঃশ্বাসের গন্ধ নিঃশঙ্কায়।