তুমি শুনেছ কি?
বসন্তে ককিলের ধ্বনি, ঐ বাশঁ তলার নিচে?
নাকি শোননি।
নীল রঙ মাখা আসমান, কূ্লহারা পাথারের বুকে?
নাকি দেখনি।
পৌষের কাছাকাছি সকালে
ভানু ব্যার্থ বাংলার কাছে
বক যখন দেয় ছেড়ে, বিল কিংবা ধানের ক্ষেত
দেখেছ কি তুমি ?
ডানা মেলা তাকে
কুয়াশার বুক চিরে, দিগন্তের পথে?
নাকি দেখনি।
গোধূলিতে সরষে ক্ষেতে ,
গিয়েছ কি ভুলে, একবার ও তুমি?
নাকি যাওনি।
তুমি কি পাহাড়ের চূড়ায়?
বাংলা যেথায় স্বপ্ন উড়ায়
কবি লেখে কবিতা আর গীতিকারের গীত?
নাকি নেই তুমি।
তুমি কি বসন্তের সকালে
কোন এক পুকুর পাড়ে?
অথবা সূর্য্যের উজ্জল আলোতে
চিকচিক করা ইছামতির বুকে?
নাকি সকাল সাঝেঁ আমের পাতায়
বাংলা যেথায় রঙ মাখায়
তখন চুড়ূইয়ের খেলা?
নাকি তাও দেখনি।
তুমি কি হেমন্তের বিকালে
প্রজাপতির রঙ ছুয়েছো?
অথবা বিলের জলে রাজহংস স্নান?
নাকি সেটাও ভুল করেছ।
তুমিকি খালি পায়ে হেটেঁ গিয়েছ ,
ধানের আইঁল ধরে
কোন বর্ষার দিনে
অথবা বাশিঁর সুর শুনে মধ্যরাতে আনমনে?
নাকি তাও যাওনি।
আমি গিয়েছি ; তাকে দেখেছি
কাছে পেয়েছি; জয় করেছি
সেই দৃশ্য বাংলা।


(২১/০৮/২০১১]