কতশত দিন পার হয়ে গিয়েছে,
শত সহস্রবার পড়ে ফেলেছি তোকে
দিন থেকে রাত; রাত থেকে দিন
শেষ অবধি ........... শেষ হয়নি আজও।


এখনও শেষ প্রহরের একলা জাগা আঁধারে,
তোকে খুঁজে পাই আমার নগ্ন হৃৎপিন্ডে।
একাকি রাত্রির গভীরতা নির্ণয় করা যায় না
তোরই মত।


কতগুলো ভোর দেখেছি আমি জানিস
তুই শূন্য আঁতুড় পৃথিবীর এই নিকষ রাত্রির?
তারপর আমার ছেঁড়া সাদা শার্টটা,
রোঁদ মেখেছে তোর পুরাতন গলির কতবার!


নক্ষত্রের হাঁটের পসরার দামে কিনতে চেয়েছিলাম তোকে
তুই ব্যবিলনের রানীর মত সস্তায় বিক্রি হবি বুঝিনি।
আমার নিভে যাওয়া প্রদীপ তোর চোখে পড়েনি।


(০৯/০৫/২০১৬)