এক মানবী
এক জোড়া চোখ
তাতে এক সমুদ্র মায়া।
সে মায়ার সমুদ্রে আমি তলিয়ে যাচ্ছি দিন হতে দিন
তাঁর অনুমতি ছাড়াই।
আমার কানের মধ্যে; সবসময় রবি ঠাকুরের ঐ চরণ গুলোই বাজতে থাকে,
"কূলের কাছাকাছি.......
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি ...।"
সত্যিই আমি ডুবে যাচ্ছি নিজের অজান্তে।
কেউ যদি সময়টাকে বেঁধে রাখে,
তবে আমি এভাবেই বুড়ো হয়ে যেতে চাই।