আমি তোর জীবনে সত্য হতে পারিনি জানি
তাই বলে বেওয়ারিশ মিথ্যা তো নয়!
এখনো তুই আমাতে আছিস; তাই লিখি
যেদিন থেকে আর ভাবনায় আসবি না, লিখবো না
কথা দিলাম।
শত অভিমান আর অভিযোগে ভরা
দীর্ঘ পল্লবের তোর জন্ম কালো চোখ
তার প্রত্যেকটা ফোঁটা,
আমার স্বার্থপরতার তিলক মুছে দেয়;
আমি তাঁকাতে পারি না
সত্যিই আমি তাঁকাতে পারি না।
আমি তাঁকিয়ে থাকি দূর নক্ষত্রে
ওরা আমার নির্বাক ঠোঁটের ভাষা বোঝে; তুই বুঝবি না।
  
(১০/০৭/২০১৬)