আমি বাঙালী; বাংলার তরে নিবেদিত মোর প্রাণ
এই বজ্রকণ্ঠ আসিছে ভেসে হতে শেখ মুজিবুর রহমান।
বাঙ্গালি আজ মুক্তি চাই, আমার বাঙালী স্বাধীনতা চাই
বাঁচার মত বাঁচতে চাই
যে বজ্রকণ্ঠ এখন আর নেই ;
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী তুমি তো সেই
যে বলেছিল, ঘরে ঘরে দূর্গ গড়ে তোল
তোমাদের যা কিছু আছে
তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে।
তোমার সেই বজ্রকণ্ঠ আজ আসিছে ভেসে দূর করে সব বাঁধ
তাইতো তোমার সোনার বাংলার তরে নিবেদিত সকল প্রাণ আজ।
তোমার এক আঙ্গুলের ইশারায়
লাখো বাঙ্গালীর হাতে উঠেছিল অস্ত্র
দাম দিয়েছিলাম এক সাগর রক্ত; তবেই তো পেয়েছি স্বাধীনতা।
আছে তোমার সেই সোনার বাংলা, নেই শুধু তুমি
তোমার রক্তে উর্বর আজ আমার সোনার মাতৃভূমি।
ওহে শেখ মুজিবুর রহমান,
তোমার জন্য কাঁদিছে আজিকে সকল বাঙালী প্রাণ।


(১৫/০৮/০৮)