যদি তুই নামক শূণ্যতার ক্ষত না মুছে,
তবে পৃথিবীর সব কিছু ভুলে
নির্লজ্জতায় মাথা চুবিয়ে বলব; ফিরে দেখিস,
ফিরে দেখিস তুই এই নিষ্ঠুর বাস্তবতায়
ততদিনে আমি ফুরিয়ে গিয়েছি
তুই শূণ্য এই ধূলোমাখা পৃথিবীর কালের স্তূপে।
আমি স্বার্থপর,
আমার অভিযোগ থাকতে নেই ...... জানি।