তুমি ছিলে না তাই আকাশে চাঁদ উঁকি  দিয়েও আমার মনোরণ্য
জ্যোৎস্নার আভায় আপ্লুত করেনি।
তুমি ছিলে না তাই উর্মিমালারা আমার বেলাভূমিতে আঘাত হেনেও
জাগাতে পারেনি আমায়।
তুমি ছিলে না তাই আমার রাতের
আকাশে তারার মেলা জমলেও
আলোকিত করেনি আমার মানস মন্দির।
তুমি এলেনা তাই আমার কথার মালারা নীরব নিস্তব্ধ হয়ে গিয়েছিল।
তুমি এলেনা তাই আমার একুশের
বর্ণ মালারা ভাষাহীন হয়ে মূক হয়ে গিয়েছিল।
তুমি এলেনা তাই আমার পুষ্পোদ্যানে ফুল ফোটাতে আসেনি
ফুল পরীরা।
তুমি এলে না তাই আমার কাব্যে
রঙ ছড়াতে ভুলে গিয়েছিলো কাব্য কথারা।
তুমি এলেনা তাই আমার কবি মন
গতিহীন নিথর দাঁড়িয়ে সাঁঝের দীপ জ্বালাতে পারেনি এতটা দিন...।
তুমি এলেনা তাই বৃষ্টির নৃত্যের ঝংকারেও জেগে উঠেনি এ প্রাণ..।
***---