বকুল তলায় ঝরছে বকুল দেখে যাও,
মণিবন্ধে বাঁধব রাখি হাত বাড়াও।


শীত সকালে বকুল তলায় শীতল হাওয়া,
সৌরভে মন কিসের নেশায় মাতাল পাওয়া।


আসবে বলে অনন্ত সুখ জাগে মনে,
সোহাগ-ডোরে বাঁধব তোমায় প্রাণের সনে।


পুষ্প পেলব নিটোল দেহের ওমের ঝর,
মিষ্টি রোদে আঁকবে চোমু সুখ-বিভোর।


তারুন্য ঝর বইছে সদা শরীর পর,
নিত্য দিনই প্রাণের চাওয়া,সয় না তর।


ঝরা বকুলে গাঁথব মালা রোমান্টিক,
আসবে তুমি কোন একদিন ঠিক ঠিক!