তোমার অমৃত আলোকরশ্মি যখন আমার বোধের
আতশি কাঁচে কেন্দ্রীভূত হলো, তখন ঝুম ঝুম রবে
বয়ে চলা প্রাণের ঝর্ণাধারা থমকে দাঁড়ালো; সেদিন
ইচ্ছে হলো, তোমার এ অমৃত আলোকচ্ছটার উত্তরীয়
জড়িয়ে জীবন চলার অনন্ত পথ পাড়ি দিই।


আচ্ছা, এভাবে তুমি চেতনায় আমাকে না জড়ালেও
তো পারতে, কেন তুমি সেদিন ভালোলাগার শাণিত
ছুরির আঘাতে আমার বোধের মানচিত্র ক্ষতবিক্ষত
করলে! সেই ক্ষত থেকে আজও প্রবাহিত আরক্ত খুন
আমার নব নব অঙ্কুরিত চেতনাকে ভাসিয়ে দিচ্ছে।
আজও আমি রণক্ষেত্রে যুদ্ধাহত এক উন্মাদন সৈনিক;
যার দুর্দমনীয় চেতনার অশ্বের লাগাম তোমার হাতে।


এভাবে কষ্টের আরশিতে কতদিন আর আমাকে
স্বেচ্ছায় বন্দিত্বকে বরণ করে চলতে হবে!