বনফুল আর আশালতা
পাখপাখালির গুঞ্জন সেথা;
খাঁচার পাখি কয় না কথা
শুনব তাদের মনের ব্যথা।


ছড়ার বুকে আঁকব আজি
সবার বুকের দুঃখরাজি;
কষ্টের মাঝে জীবন যাদের
দুঃখই জীবন সঙ্গী তাদের।


গাছের দুঃখ, মাছের দুঃখ
পদ্মা নদীর শুকনো বক্ষ;
পদ্মার বুকের আহারাজি
মাতৃ ভূমির জীবন বাজি।


বাবা্র দুঃখ, মায়ের দুঃখ
বৃদ্ধাশ্রম আজ বাঁচার কক্ষ!
খাবার নিয়ে যুদ্ধ যাদের
যুদ্ধই জীবন, দুঃখ তাদের।


থাকার দুঃখ, খাওয়ার দুঃখ
জীবন নদীর নেই যে লক্ষ্য;
পথের ধারে আশ্রয় যাদের
মানুষ কী সে ভাবছ তাদের!


আশ্রয়হীনদের কষ্টের পাহাড়
দুঃখ তাদের নেই যে আহার;
ওরা মানুষ ভাগ্য যাদের
বঞ্চনা দিলো দৈব তাদের।


দীপ জ্বালিয়ে আশার আলো
জ্যোতি করো না ঘরটা কালো;
সবে মিলে প্রাণপণে চেষ্টা’
এসো না গড়ি মায়ের দেশ’টা।