অবিনশ্বর স্রষ্টার সময়ের নৌকায় চড়ে
অদম্য চেষ্টার সোনালী বৈঠায়;
দুর্জয় গতিতে ধেয়ে চলেছে জীবন-তরী
স্রষ্টার অবিনশ্বর এক প্রাণ হেথায়!


বিদায়ের ঘণ্টা বাজার ঐ অনাগত সময়টি-
হায়! সন্নিকটে আসছে ক্ষণে ক্ষণে;
এরই মাঝে বেঁচে থাকার প্রয়াসে গড়ে তোলেছি
তোষারপারা ক্ষণস্হায়ী ঘর এ-মনে।


কেন তিনি সৃজন করেছেন বিস্মৃত হলে চলবে না
হে অবিনশ্বর আত্মার বাহক! হও বিজয়ের প্রতিক;
অর্জন করো স্রষ্টার নির্দেশিত পথে অনন্ত সুখের কৃতকার্যতা
এই পার্থিব বিজয়ের সাথে সফলতা আরও এক।


বেঁচে থাকার অজেয় ইচ্ছে-আলো’র প্রদীপ
নিভে যেতে দেবো না কভু;
সৃষ্টিকর্তার মহিমায় এগিয়ে যাব দুর্জয় সাহসে
সাথে আছেন চিরমহান প্রভু।


অদম্য ইচ্ছার দীপ্ত প্রয়াসের অনাগত হাওয়ায়
সাফল্যের অস্ফুট কলিগুলো সদা দোল খায়;
অসামর্থের বাঁধার কন্টকাকীর্ণ পথ মাড়িয়ে
ছিনিয়ে আনিব 'সফলতা', চড়ে স্বপ্নের তেজী ঘোড়ায়।