আমি নিজেকে নিমজ্জিত করতে চাই,
তবে কোন নদীর জলে নয়;
নিমজ্জিত হতে চাই তোমার সুচিন্তায় উদ্ভাসিত আলোয়ে।
আমি ফুলের কলি হয়ে প্রস্ফুটিত হতে চাই,
তবে কোন উচ্চবিলাসীর সাজানো বাগানে নয়;
তোমার সুন্দর আলো ঝলমলে ভাবনায়।
আমি বর্ণে বর্ণে তোমার কবিতার পঙ্ক্তি হয়ে
কলমের আঁচড়ে নিজেকে রাঙ্গাতে চাই।
আমি ফুলের অদৃশ্য সৌরভে তোমার ভালো লাগা
মুহূর্তগুলোকে মাতাল করে দিতে চাই।